শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ার ৫ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আ’লীগ ২, বিদ্রোহী ১, বিএনপি ২

বাগাতিপাড়ার ৫ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আ’লীগ ২, বিদ্রোহী ১, বিএনপি ২

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে প্রাপ্ত তথ্যানুযায়ী, নির্বাচনে আওয়ামীলীগের ২, আওয়ামীলীগের বিদ্রোহী ১ এবং বিএনপির ২ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। পাঁকা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নয়েজ উদ্দিন (মোটরসাইকেল) ৫ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ১৯ ভোট। জামনগর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী (মোটরসাইকেল) ৭ হাজার ৩১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) শাহ আলম ( আনারস) পেয়েছেন ৪ হাজার ৪৮৮।

বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের প্রার্থী মজিবুর রহমান (নৌকা) ৩ হাজার ৫২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান (চশমা) পেয়েছেন ২ হাজার ৮১৭ ভোট। ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এসএম লেলিন (মোটরসাইকেল) ৩ হাজার ৫২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী আবুল কালাম (আনারস) পেয়েছেন ৩ হাজার ৯৫ ভোট।

দয়ারামপুর ইউপিতে আওয়ামীলীগের মাহাবুর ইসলাম মিঠু (নৌকা) ৭ হাজার ৬১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক (আনারস) পেয়েছেন ৬ হাজার ৩৩৮ ভোট।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …