সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ার বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন আর নেই

বাগাতিপাড়ার বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ার বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন প্রামাণিক (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। লোকমান হোসেন প্রামাণিক উপজেলার ক্ষদ্রীমালঞ্চি (সরদারপাড়া) গ্রামের বাসিন্দা।

মৃত্যুকালে তিনি, এক ছেলে ও তিন মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্তকর্তার উপস্থিতিতে একদল চৌকশ পুলিশ সদস্যরা বাদ মাগরিব উপজেলার জিগরী ঈদগাঁ ময়দানে বীর মুক্তিযোদ্ধার প্রতি সর্বশেষ সালাম (গার্ড অব অনার) প্রদান করবেন, সেখানে জানাজা শেষে তাঁকে ক্ষদ্রীমালঞ্চি কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভার.) রিয়াজুল ইসলাম।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …