বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ার সন্দেহভাজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি

বাগাতিপাড়ার সন্দেহভাজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি

বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরে সন্দেহভাজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেৱ দায়িত্বরত চিকিৎসকরা।

জানা গেছে, আজ সকালে ঐ শিক্ষার্থীর পরীক্ষা করা হয়। প্রায় চার-পাঁচ ঘন্টা পরে দুপুরে দিকে পরীক্ষার রিপোর্ট আসলে দেখা যায় রোগীর শরীরে কোন করোনা ভাইরাস নেই।

উল্লেখ্য, নাটোরের বাগাতিপাড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে হস্তান্তর করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেৱ ডাক্তাররা। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেৱ বিশেষ চিকিৎসা টিম এসে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নিজ দায়িত্বে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আজকে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরে সেই রুগীকে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …