নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়ীয়া বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীরা মিলে ১২ সদস্যের একটি মনিটরিং দল করেছেন। পেড়াবাড়ীয়া বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান হবি দাবি করেন , বাজারে প্রতিনিয়ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসন বাজার মনিটরিং করছেন। কিন্তু কিছু কিছু ব্যবসায়ীরা সরকারি আইন অমান্য করে একই অপরাধ বারংবার করছেন। তাই আমরা ১২ সদস্যের একটি মনিটরিং দল গঠন করেছি। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা তার নিয়ন্ত্রণে এই সদস্যরা কাজ করবেন।
এ ব্যাপারে পেড়াবাড়ীয়া বাজার কমিটির সেক্রেটারি হেলাল উদ্দিন নাসির বলেন, যে সকল ব্যবসায়ীরা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবসা পরিচালনা করতে পারবেন তাদের প্রতিষ্ঠানের সামনে গণজমায়েত তৈরি না হয়, নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখে সে বিষয়গুলো নিয়ে আমাদের এই ১২ সদস্যের টিম কাজ করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কাজে তার নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …