সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ার পাঁচ শিক্ষার্থীর উদ্ভাবনী প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ মাত্র ১ টাকা

বাগাতিপাড়ার পাঁচ শিক্ষার্থীর উদ্ভাবনী প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ মাত্র ১ টাকা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনম্যান্ট স্যাপার কলেজের ৫ শিক্ষার্থী উদ্ভাবন করেছে  সাশ্রয়ী মূল্যে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি। এই উদ্ভাবনের মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ মাত্র এক টাকা মূল্যে গ্রাহক পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে বলে তারা দাবি করছেন।

বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপি ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলায় তাদের এই প্রযুক্তি প্রদর্শন করা হয়।  প্রদর্শিত প্রযুক্তির উদ্ভাবক শিক্ষার্থী আসিফ অভি জানান, তারা একই কলেজের বিজ্ঞান বিভাগের ৫ শিক্ষার্থী মিলে বিদ্যূতের বর্তমান মূল্যেও কথা চিন্তা করে এই প্রযুক্তি উদ্ভাবনের কথা ভাবেন। তার সহযোগীরা হলেন, শিক্ষার্থী ইশরাত জাহান মিতু, নূরে জান্নাত নূরি, আলিম হোসেন নিরব, আসিফ প্রামানিক। তারা কয়েক মাসের অক্লান্ত চেস্টার ফলে এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন।

অভি বলেন, তাদের প্রযুক্তির মাধ্যমে সমুদ্র জলকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্লোরাইড উৎপন্ন করা হবে। তা থেকে হাইড্রোজেনকে পৃথক করা হলে তা থেকে ২৭০০ ডিগ্রী সেন্ট্রিগেড তাপমাত্রা উৎপন্ন হবে। যা বাষ্পীভূত করে চাপের সৃষ্টি করে ওই চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। যা উৎপাদনে সবচেয়ে কম খরচ হবে। তারা তাদের এই প্রযুক্তির নাম দিয়েছেন “টেকসই সমুদ্র জল শক্তি” প্রযুক্তি। উদ্ভাবক অভি আরও বলেন, এই সাশ্রয়ী প্রকল্প মূলত সমূদ্রের জল অর্থাৎ লবনাক্ত ব্রাইন এবং অ্যালুমিনিয়াম বর্জ্যরে উপর নির্ভরশীল। যা সহজেই সমূদ্র থেকে সংগ্রহ করা যাবে। কারন সমূদ্রে প্রচুর নোনা জল রয়েছে এবং এ প্ল্যান্টে দহন বিক্রিয়ার সময়ে ব্যবহৃত জল সুপেয় পানি হিসেবে বের হয়ে আসবে। যার ফলে এই প্রকল্পের দ্বারা জল সংকটের কোনো সম্ভাবনা থাকে না।

তিনি আরো বলেন, যে অ্যালুমিনিয়াম বিশ্বের একটি তুলনামূলক মূল্যবান ধাতু কিন্তু প্রতি বছর বিশ্বে প্রায় ১৩ দশমিক ৩ মিলিয়ন টন বর্জ্য উৎপন্ন হয় এবং বর্জ্য থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাওয়া রীতিমতো কঠিন একটি প্রক্রিয়া। কিন্তু তাদের প্ল্যান্টে উৎপন্ন বর্জ্য সহজেই পুনরায় ব্যবহার করা যায়।

এতে উৎপাদিত হাইড্রোজেন গ্যাস যেমন বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, তেমনি উৎপাদিত বাই প্রোডাক্ট ফার্মাসিটিক্যাল শিল্পেও ব্যবহার করা যায়। এছাড়া নেলসন সেল থেকে উৎপাদিত হাইড্রোক্লোরিক এসিড কেমিক্যাল শিল্পেও ব্যবহার করা যাবে। এই প্রযুক্তিতে তার কলেজের রসায়ন বিষয়ের শিক্ষক তারেক ইকবাল, আইসিটি বিষয়ের শিক্ষক অসীম কুমার এবং পদার্থ বিষয়ের শিক্ষক গোলাম রব্বানী   সহযোগিতা করেছেন বলেও জানা যায়।

স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল তাদের এই উদ্ভাবনকে স্বাগত জানিয়ে বলেন, এটিকে সারকারী পৃষ্ঠপোষকতায় যদি বড় আকারে করা যায় তবে তা দেশের বিদ্যুৎখাতে বিরাট ভূমিকা রাখবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …