শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

বাগাতিপাড়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:   নাটোরের বাগাতিপাড়ার কৃষি প্রণোদনা (রেমাল) কর্মসূচী ২০২৩-২০২৪ এর আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন রোপা আমন ধানের বীজ,সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়। বিতারণকালে ইউ.এন.ও মোহাইমেনা শারমীন’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) কৃষিবিদ ফিরোজ আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম । বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এস.এম.জাহাঙ্গীর হোসেন মানিক,ভাইস চেয়ারম্যান কাজী আমানুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মিতা বেগম (শিবলী), উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়,উপজেলা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল ইসলাম রোজ,উপজেলা আ’লীগ সভাপতি(ভার:) শুকুমার মুখার্জী ও সেক্রেটারী ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ। পরে পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ১০৩০ জনকে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার এবং ১০০ জন তুলা চাষীর প্রত্যকে ০.৮ কেজি বীজ, ৫০ কেজি ডিএপি, ৫০ কেজি এমওপি, ২৬ কেজি ইউরিয়া এবং অন্যান্য বালাইনাশক বিতরণ করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. ভবসিন্ধু রায়

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …