নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ার আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এস.এম.ই কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সংরক্ষণ উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১৬ টি বীজ উৎপাদক দলের মধ্যে ৮ টি আদ্রতা মাপক যন্ত্র ও ইরি কোকুন ,৪টি ওজন পরিমাপক যন্ত্র,৩ টি বস্তা সেলাই যন্ত্র, বীজ সংরক্ষণ চটের বস্তা ও পলি ব্যাগ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজ আহম্মেদ,কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান ও উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …