সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ার আসলাম এবার ইয়াবাসহ ধরা পড়ল সিরাজগঞ্জের তাড়াশে

বাগাতিপাড়ার আসলাম এবার ইয়াবাসহ ধরা পড়ল সিরাজগঞ্জের তাড়াশে

নিজস্ব প্রতিবেদক:

বাগাতিপাড়ার আসলাম এবার ইয়াবাসহ ধরা পড়ল সিরাজগঞ্জের তাড়াশে অথচ এই আসলাম এর জন্য এক সময় এলাকার লোকজন থানা ঘেরাও করেছিল এবং তাকে ছাড়তে বাধ্য করেছিল। উপজেলার কালিকাপুর গ্রামের সাজদার রহমানের ছেলে আসলাম হোসেন (৩৮) এর আগেও বাগাতিপাড়ায় সিএনজি অটোরিকশাসহ ধরা পড়েছিল। তখন ড্রাইভার এর উপরে দোষ দিয়ে সে পার পেয়ে যায়।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শনিবার রাতে নাটোর থেকে একটি বড় ইয়াবার চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এই তথ্য জানতে পেরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারের কাছে নাটোর-ঢাকা হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে র‌্যাব। এ সময়ে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২৫৪ পিস ইয়াবাসহ আসলামসহ আরও একজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল, ৪ টি সীম কার্ড এবং প্রাইভেটকারটি জব্দ করেছে র‌্যাব। বাগাতিপাড়ার আসলাম অবশেষে তাড়াশ থানার হাজতে বন্দি।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …