বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ৫ টি রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

বাগাতিপাড়ায় ৫ টি রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ৫ টি রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৃথক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলোর উদ্বোধন করেন  নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 

পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার দক্ষিণ মুরাদপুর আজিজের দোকান হতে উত্তর মুরাদপুর মীর মজিরের বাড়ি পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষ ৭৩ হাজার ৫৮৭ টাকা ব্যয়ে

২ হাজার ৫৮০ মিটার। পেড়াবাড়িয়া এলাকায় সাবেক মেয়র মোশাররফ হোসেনের বাড়ি হতে উত্তর মুরাদপুর রশিদের বাড়ি পর্যন্ত ৪৬ লক্ষ ৮৩ হাজার ৩৬৩ টাকা ব্যায়ে ১ হাজার ৩৭০ মিটার। এছাড়া ৭৫ লক্ষ ৩৮ হাজার ১৩২ টাকা ব্যয়ে পৌরসভার ৪টি স্থানে খন্ড-খন্ড ৮৪৬ মিটার। এই কাজগুলো করবেন বাগাতিপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই ভাই কনস্ট্রাকশন। এবং মাছিমপুর ডিসি রোড হতে ইমদাদুল হকের বাড়ি পর্যন্ত ৫৪ লক্ষ ৭৫ হাজার ৬৬৬ টাকা ব্যয়ে ৩০০ মিটার।

লক্ষীর বাড়ি হতে রুবনের জমি পর্যন্ত ৪৬ লক্ষ ৮ হাজার ৫৮৬ টাকা ব্যয়ে ৪৩০ মিটার রাস্তার  কার্পেটিং কাজটি করবেন বাগাতিপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রিজভী ইনস্ট্রাকশন। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, নাটোর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বেলাল উদ্দিন আহমেদ, প্রমুখ।

আরও দেখুন

নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …