নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় জুয়া খেলার সময় হাতেনাতে পাঁচ জুয়াড়–কে আটক করেছে থনা পুলিশ। বৃহস্প্রতিবার দিবাগত রাতে তাদের আটককরা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়ার মামলা দায়ের করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, বৃহস্প্রতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই খাইরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার টেটনপাড়া গ্রামের রমজানের বাড়িতে অভিযান চালাই। এসময় উপজেলার টেটনপাড়া গ্রামের লোকমান হোসেন (৫৫),জুলফিকার আলী (৪১), আশরাফ আলী (৩৫), রনি আহমেদ (২৪) এবং শ্রী রঞ্জন সরকার (২৭) কে আটক করে পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে পাঁচ জুয়াড়–কে আটক হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …