সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এক সাধারণ সদস্য পদে উপনির্বাচন

বাগাতিপাড়ায় ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এক সাধারণ সদস্য পদে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের একটি সাধারণ সদস্য পদে উপনির্বাচন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের ১৬ নভেম্বর স্বাক্ষরিত একটি চিঠি পেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ওই পদে উপনির্বাচনের জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ লা ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ রা ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৯ ডিসেম্বর।এর আগে, চলতি বছরের ১১ আগষ্ট নির্বাচিত সদস্য আসাদুজ্জামান মৃত্যু বরন করেন।

এরপর মৃত্যুর দিন থেকে পদটি শূন্য হয়েছে জানিয়ে গত ২৪ আগষ্ট ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয় উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট।উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ তথ্যটি নিশ্চিত করে বলেন, বাগাতিপাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনের ভোট আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে বিরতিহীন ভাবে চলবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …