শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ২০০ টি কলার অপুক্ত কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা 

বাগাতিপাড়ায় ২০০ টি কলার অপুক্ত কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা 

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া :

নাটোরের বাগাতিপাড়ায় কালা গাছের ২০০ টি কলার অপুক্ত কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। 

রবিবার দিনগত রাতের কোন এক সময়ে উপজেলার জামনগর ইউনিয়নের করমদসি এলাকার বিলে গোলাম রসুলের ক্ষেতে এ ঘটনা ঘটেছে।গোলাম রসুল  করমদসি এলাকার আলহাজ্ব  জহির উদ্দিনের ছেলে।

ক্ষতিগ্রস্থ কৃষক গোলাম রসুল জানান, স্থানীয়রা খবর দিলে তিনি কলার বাগানে গিয়ে দেখে তার বাগানের ১২ কাঠা জমির প্রায় ২শ কলা গাছের অপুক্ত কলার কাঁদি নষ্ট করে মাটিতে ফেলে রেখেছে। তবে এমন ঘটনা শত্রুতা বসত করেছে বলে তিনি ধারনা করেন। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। ক্ষতিগ্রস্ত কৃষক থানায় এসে লিখিত অভিযোগ করেছেন।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …