রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় ১৩০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

বাগাতিপাড়ায় ১৩০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ


নিজস্ব প্রতিবেদক: বাগাতিপাড়া (নাটোর)
নাটোরের বাগাতিপাড়ায় দুস্থ, অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও ঋণ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এসময় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে ১২০ পরিবারকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও ১৫০ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়। এবং একই স্থানে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে  উন্নত জাতের গাভী পালন এর মাধ্যমে সুবিধা বঞ্চিত ১০ জন মহিলাদের মাঝে সহজ শর্তে ঋণের ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা সমবায় কর্মকর্তা ফয়জুল কবির তিতাসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিমুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু সুকুমার মুখার্জি, সাধারণ সম্পাদক মজিবর রহমান, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু এবং পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম আলী প্রমুখ

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …