নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। আনসার-ভিডিপি’র বিভাগীয় প্রশিক্ষণ ছাড়াও কৃষি উন্নয়ন, মৎস্য চাষ, স্বাস্থ্যসেবা, দূর্যোগ মোকাবেলা, বিশুদ্ধ খাবার পানি, বাল্যবিয়ে, নারী নির্যাতনসহ আট গুরুত্বপূর্ণ বিষয়ে ৬৪ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপণী অনুষ্ঠানে আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট শরিফুল আলম প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও ভাতার অর্থ প্রদান করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মেহেদী হাসান, উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকতা শরিফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন। এর আগে গত ৮ নভেম্বর উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …