রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় হরতালে মাঠে নেয় বিএনপির কোন নেতা

বাগাতিপাড়ায় হরতালে মাঠে নেয় বিএনপির কোন নেতা


নিজেস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:
২৮ অক্টোবরের মহাসমাবেশে বিএনপি মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করলেও নাটোরের বাগাতিপাড়ায় তা মানেননি বিএনপির দুই অংশের কোনো নেতাই।কেন্দ্র ঘোষিত এই হরতাল সমর্থনে কোন মিছিল,মিঠিং,পথসভা,সমাবেশ কিছুই দেখা যায়নি।

এমনকি নিজের গাড়ি (প্রাইভেট কার) উপজেলার প্রধান সড়কের  (প্রেসক্লাব,বিহাড়কোল,লক্ষণহাটি,পাঁকা এলাকার) রাস্তায় চলতে দেখা গেছে উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা বাগাতিপাড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিনরে ব্যবহার করা গাড়িটি। নেতাদের এমন কর্মকান্ড দেখে রীতিমতো আস্থা হারাচ্ছে কর্মীরা বলেও জানান অনেকে।এদিকে পেড়াবাড়িয়া বাজার কমিটির সেক্রেটারী হেলাল উদ্দিন, মেয়র লেলিনের গাড়িটি বাজার এলাকায় চলাচল করতে দেখেছেন বলে নিশ্চিত করেন।

উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন নেতার মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। তবে পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন বলছেন, ‘হরতালের নির্দেশনা থাকলেও তা স্থগিত করে জরুরী কাজে বাইরে আসতে হয়েছে।’ এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান উপজেলা প্রেসক্লাব’র সামনে শান্তি সমাবেশে অংশ নিয়ে বলেছেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশের কথা শুনে বিএনপি নেতারা ভয়ে ঘর থেকে বেড় হচ্ছে না। কেউ কেউ বের হলেও হরতালের কথা মুখেও আনছে না।’ অন্যদিকে,উপজেলা দুটি রেলস্টশনের নিরাপত্তায় মালঞ্চী ও লোকমানপুরে  ২৪ ঘন্টা আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। পাশাপাশি নাশকতা প্রস্তুতির অভিযোগ এনে ৪ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ বলেও নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খাঁন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …