সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় হঠাৎ বেড়েছে অস্বাভাবিক মৃত্যু দশ দিনে ৩ শিক্ষার্থীসহ ৮ জন

বাগাতিপাড়ায় হঠাৎ বেড়েছে অস্বাভাবিক মৃত্যু দশ দিনে ৩ শিক্ষার্থীসহ ৮ জন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় উদ্বেগ জনক হারে বেড়েছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। গত ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দশ দিনে ৮ জনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এরমধ্যে পর পর তিন দিনে তিন শিক্ষার্থীর আত্মহননের ঘটনায় উদ্বিঘ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। অপর ৫ জনের মধ্যে ২ জন সড়ক দুর্ঘটনায়, ২ জন পানিতে ডুবে মারা যায়। অপরজন ভাইয়ের সাথে বাকবিতন্ডার সময় মারা যায়।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গত ২ নভেম্বর উপজেলার ভাটোপাড়া এলাকায় সীমানা প্রাচীর নিয়ে ভাইয়ের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে ছইমুদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের অকস্মিক মৃত্যু হয়। ৫ নভেম্বর উপজেলার দয়রামপুর নন্দীকুজা এলাকায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে মুনসুর রহমান মন্টু (৬৫) নামের এক বৃদ্ধ এবং ১১ নভেম্বর উপজেলা ইউএনও পার্ক এলাকায় দলগতভাবে জাল ফেলে মাছ ধরতে গিয়ে মুরাদপুর গ্রামের সাদেকুল ইসলাম (৩২) নামে আনসার ভিডিপি সদস্য পানিতে ডুবে মারা যায়।

৬ নভেম্বর উপজেলার নওশেরা গ্রামের দম্পত্তি আসিউল ইসলাম সবুজ (৩১) ও তার স্ত্রী শোভা খাতুন (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হন। এই দম্পতি ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাগাতিপাড়ায় নিজ গ্রামে ফেরার পথে বঙ্গবন্ধুসেতু এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে দুজনাই মারা যান। ৮ নভেম্বর উপজেলার স্বরপপুর গ্রামের আজিজুলের মেয়ে ও লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মিতু খাতুন (১৩) মা-বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

৯ নভেম্বর উপজেলার দয়ারামপুর বিলপাড়া এলাকার মোস্তাফিজ ভিলা নামের এক মেসের ৩য় তলা থেকে মেজবাউল জারিফ অর্ঘ্য নামে বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলোজির (বাউয়েট) এর এলএলবি ডিপার্টমেন্টের সপ্তম ব্যাচের প্রথম বর্ষের দ্বিতীয় পর্বে ছাত্রের ঝুলন্ত মরদেহ একটি উদ্ধার করে পুলিশ। সে ওই মোস্তাফিজ ভিলায় ভাড়া থাকতেন। মেজবাউল জারিফ অর্ঘ্য চাঁপাইনবয়াবগঞ্জ সদরের মেজবাউল জাকের’র ছেলে। গত ১০ নভেম্বর রাতে বাবার উপর অভিমান করে চৈতালি মন্ডল চৈতী (১৩) নামে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করে। চৈতালি মন্ডল চৈতী উপজেলার নওশেরা এলাকার পলাশ মন্ডলের মেয়ে এবং বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম এসব অপমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …