শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ২৯ জনকে জরিমানা

বাগাতিপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ২৯ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় রোগ সংক্রামক প্রতিরোধ নির্মুল আইনে দোকান খোলা রাখা এবং মাস্ক না পরায় ২৯ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলার ৯টি বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দেবী পাল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে এ দন্ডাদেশ দেন।

ইউএনও এবং এসিল্যান্ড কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনও প্রিয়াংকা দেবী পাল সোমবার বিকাল সাড়ে চারটা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার মালঞ্চি, যোগীপাড়া, আজগর মোড়, কালিকাপুর, তমালতলা, জিগরি, মিশ্রিপাড়া ও দয়ারামপুর বাজারে অভিযান চালান। এসময় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করে দোকান খোলা রাখা এবং মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জনকে ৮ হাজার টাকা জরিমানা করেন।

দন্ডিতরা হলেন, মতিউর, মানিক, সাগর, সাদেক, শাহরিয়ার, সুরেন, শাহিন, রওশন, রাসেল, হৃদয়, রিফাত, মামুন, ইদ্রিস, জনি, আশিক, ফজলু, এনামুল, নবাব, ইমদাদুল, আঃ মালেক, চম্পা, মোজাফ্ফর, তুহিন, জুয়েল, সিরাজ এবং রুবেল।

অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমাণ আদালত জামনগর বাজারে অভিযান চালিয়ে মাস্ক না পরায় তিনজনকে ৬০০ টাকা অর্থদন্ড দেন।

ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে মাস্ক ব্যবহারের পাশাপাশি সরকারের দেয়া নির্দেশনা যথাযথ মেনে চলার আহ্বান জানান।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …