সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৫ জনকে অর্থদণ্ড

বাগাতিপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৫ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৫ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এক অভিযানে অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল।

এ সময় তিনি পথচারী এবং বাজারে আসা লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করেন। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা চত্ত্বর ও মালঞ্চি বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনি সকলকে সতর্ক করেন।

এ সময় মাস্ক পরিধান না করায় ১৩ জনকে ১শত টাকা করে এবং মটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুজনকে ২ হাজার টাকা করে মোট ১৫ জনকে ৫ হাজার ৩ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …