সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

বাগাতিপাড়ায় স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের বাগাতিপাড়ায় ২৬শে মার্চ  মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 

পরে সুশৃংখলভাবে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও নীলুফা সরকারসহ কর্মকর্তাগণ, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা ও ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী। মডেল থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিনসহ সাংবাদিকরা, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা জাতীয় পার্টি উপজেলা ছাত্রলীগ, বাংলাদেশ মানবাধিকার কমিশন সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, ৩১ বার তোপধ্বনি মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করে বঙ্গবন্ধু সহ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …