রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া :

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া ) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার বেগুনিয়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণের সময় ঈগল সমর্থকদের বাধা দেয় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের স্থানীয় সমর্থকরা। স্থানীয়রা জানান, উপজেলা যুবলীগের সভাপতি নাছিম মাহমুদসহ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদের বেশ কয়েকজন সমর্থক বেগুনীয়া এলাকার ভোটারদের বাড়িতে গিয়ে টাকা বিতরন করেন। এসময় তারা ভোটারদের কেন্দ্রে যাতায়াত খরচ ও বাদাম খাওয়ার খরচের কথা বলে টাকা দিয়ে ঈগল প্রতীকে ভোট চান। স্থানীয় নৌকার সমর্থকরা ঘটনা জানতে পেরে তাদের বাধা দেন। পরে স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও নৌকা প্রতীকের সমর্থক উজ্জ্বল হোসেন বলেন, ঈগল প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনতে দেখলে আমরা নিষেধ করি ও বাধা দিই। পরে স্থানীয়দের বাধা পেয়ে তারা ফিরে যায়। উপজেলা যুবলীগের সভাপতি নাছিম মাহমুদ বলেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ। আমি কাউকে টাকা দিইনি। আমি ঈগলের ভোট করায় নানা ভাবে আমাকেই হুমকি দেয়া হচ্ছে। এবিষয়ে জানতে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাইমেনা শারমীনের সরকারি মোবাইল নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *