শুক্রবার , অক্টোবর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার কর্মী আহত

বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার কর্মী আহত


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকা সমর্থকদের ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় জামনগড় ইউনিয়ন আ’লীগের সভাপতি লোকমান হাকিমকে (৫৫) আটক করেছে থানা পুলিশ। রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ এলাকায় আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মুনজুর রহমান (৪৫), সুজন (৩৫) ও আল আমিন (৩০)। আহতদের একজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে এবং বাকী ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান বলেন, নির্বাচন কে কেন্দ্র করে নৌকার মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুল এমপি এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি এ্যাড. আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। হামলায় নৌকা সমর্থকদের ৩ জন আহত হয়েছে। এঘটনায় আল-আমিন (৩০) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জামনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি লোকমান হাকিম (৫৫) কে আটক করা হয়েছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

আরও দেখুন

রাসিকের স্বাস্থ্য বিভাগকে দুটি কম্পিউটার 

হস্তান্তর করল রেডক্রিসেন্ট নিজস্ব প্রতিবেদক রাজশাহী……..ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য সংরক্ষণে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য …