মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

বাগাতিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগ নেতা জামিলুর রহমান বাবুর বিরুদ্ধে সরকারি গোডাউনের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

স্থানীয়রা খুব দ্রুত এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিনে দেখা যায়, এলজিইডি তমালতলা গোডাউনের পূর্বদিকের ওয়াল ঘেঁষে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। এছাড়াও গোডাউনটির উপরে পানির ট্যাংকি বসিয়ে হোটেলে পানি ব্যবহার করছেন দীর্ঘদিন যাবৎ।

স্থানীয় আক্তার হোসেন জানান কিছুদিন পূর্বেও ওই গোডাউনের প্রাচীর ঘেঁষে একটি কড়ই গাছ কেটে সে বিক্রি করে। তার এমন অনেক অপরাধ  রয়েছে। অজানা কারণে প্রশাসন দেখেও যেন না দেখার ভান করছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের পদক্ষেপ দেখতে চাই।

গোডাউনের ওয়াল ঘেঁষে আধাপাকা দোকান ঘর নির্মাণকারী আওয়ামী লীগ নেতা জামিলুর রহমান বাবু দাবি করে বলেন, গোডাউনের উপরের পানির টাংকি আমার ভাড়াটিয়া হোটেল মালিক স্থাপন করেছে আর গোডাউনের পাশে একটি ছাপড়া ঘর করা হচ্ছে প্রয়োজনে আমি তা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব।

অভিযোগের ব্যাপারে  উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বলেন, একটি সরকারি গোডাউনের উপরে এভাবে পানির টাংকি স্থাপন ও প্রাচীর ঘেঁষে দোকানঘর নির্মাণ করাটা অপরাধ।  বিষয়টি আমার জানার বাইরে ছিল। তিনি আরও বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …