সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় স্থানীয় উদ্যোগে একটি ওয়ার্ড এলাকায় দেড়শত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

বাগাতিপাড়ায় স্থানীয় উদ্যোগে একটি ওয়ার্ড এলাকায় দেড়শত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে দেড়শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে তারা ওয়ার্ড এলাকার বিভিন্ন পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৭৫০ কেজি চাউল, ৪৫০ কেজি আলু, ৭৫কেজি পেয়াজ, ৭৫কেজি মসুর ডাল, ৪০কেজি কাচা মরিচ, ৭৫কেজি লবণ, ১৫০ বোতল তৈল ও ১৫০টি সাবান। নাম প্রকাশ না করার শর্তে উদ্যোক্তারা জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে না পারায় শ্রমজীবী স্বল্প আয়ের মানুষ পড়েছেন বিপাকে। তাই নিজ এলাকার কর্মহীন মানুষদের সহযোগিতা করতে এই উদ্যোগ গ্রহণ করেন তারা। দিনের বেলা খাদ্য সামগ্রী বিতরণ করলে গণজমায়েত হতে পারে বিধায় তারা রাতের অন্ধকারে মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য (৩নং ওয়ার্ড) ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম রব্বানী বলেন, আমার নির্বাচিত এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে ১৫০জন দরিদ্র ও অসহায়দের মধ্যে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে না থেকে সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ গ্রাম-পাড়া-মহল্লার মানুষকে সহযোগিতা করা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …