নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে নাটোরের বাগাতিপাড়ার জুয়েল রানা (২৭) নামের এক যুবক। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে ওই এলাকার বড় চিথলিয়া গ্রামের রহিমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মাস আগে চকগোয়াস গ্রামের আব্দুস সামাদের মেয়ে সেবা খাতুনকে পারিবারিক ভাবে বিয়ে করেন জুয়েল । বিয়ের ১৫ দিন পর স্মামীর বাড়ি থেকে চলে গিয়ে ঈশ্বরদী ইপিজেডে কাজ শুরু করেন স্ত্রী সেবা। এরপর ওই ইপিজেডে চাকরির করতে গিয়ে প্রেমিক আতিউর রহমানকে একসাথে দেখেন তিনি। এ ঘটনার পর বেশ কয়েকবার মুঠোফোনে স্ত্রীর সাথে কথা বলে সংসার ঠিক করতে চান জুয়েল, কিন্তু তাতে রাজি হয়নী স্ত্রী সেবা। এ ঘটনায় একাধিকবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করবেন বলে জানান নিহত জুয়েল।
নিহতের মা নাসিমা বেগম জানান, ইপিজেডে চাকরি হয়েছে জানিয়ে বাসা ভাড়া করতে যাচ্ছে বলে সকালে বাড়ি থেকে বের হয় জুয়েল। প্রায় ২ঘন্টা পরে ফিরে এসে ‘মা’ বলে জোরে চিৎকার করে বাড়ির উঠানে পড়ে যায় সে। এসময় প্রতিবেশীদের ডাকলে,তারা এসে জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার্ড করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।