বুধবার , এপ্রিল ২৪ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় সিসিটিভিতে ধূমপান করতে দেখে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

বাগাতিপাড়ায় সিসিটিভিতে ধূমপান করতে দেখে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় ধূমপানমুক্ত এলাকায় প্রকাশ্যে ধূমপান করার সময় সিসিটিভিতে দেখে দুই ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও প্রিয়াংকা দেবী পালের আদালত এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হলেন, উপজেলার জামনগরের মুন্সিপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে খালিদ হোসেন (৩৫) এবং একই এলাকার মৃত ভাষা প্রামানিকের ছেলে রুবেল হোসেন (২৭)।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, অভিযুক্তরা উপজেলা চত্ত্বরের মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের সামনে প্রকাশ্যে ধূমপান করছিলেন। ধূমপানমুক্ত এলাকায় ধূমপানের এ ঘটনা সিসিটিভিতে দেখতে পেয়ে ইউএনও প্রিয়াংকা দেবী পাল তাদেরকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

আরও দেখুন

নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পর ভুট্টার জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পরে সোহেল রানা (২৮)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা …