নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বড়াল সভাকক্ষে এই সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের (উপসচিব) পরিচালক এ কে এম সরোয়ার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন,নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহাদত হোসেন, বাগাতিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল রহমান, সদ্য বিদায়ী সমাজসেবা অফিসার রেজাউল করিম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।
সেমিনারে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সামাজিক নিরাপত্তা, নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও উপজেলা কমিটির কার্যক্রম ও উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় সম্পর্কে আলোচনা করা হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …