রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

বাগাতিপাড়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে হোসেন আলী (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোসেন আলী উপজেলার কালিকাপুর দহপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে বাড়ির পাশে নালার পাশে প্রস্রাব করতে বসলে সেখানে বিষধর সাপ কামড় দেয়। প্রথমে ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করে। অবস্থা বেগতিক হলে প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানান্তর করা হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …