সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় সাপের কামড়ে মৃত্যু

বাগাতিপাড়ায় সাপের কামড়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে আনিস সাজী (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১২টার সময় লোকমানপুর মেলঘর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনিস ঝিনা আব্দালপাড়া গ্রামের আসান সাজীর ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও মিলে কাজে আসে সে, কাজ করার একপর্যায়ে মিল থেকে বের হওয়ার সময় এক বিষধর সাপ তাকে দংশন করে। এ সময় আনিস সাপ দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে আসে। পরে আনিসকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসময় সে-সাপকে ধরে একটা পাত্রে রাখা হয়। স্থানীয় ইউপি সদস্য রিপন আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …