রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় সাপের কামড়ে ‘বৃষ্টির’ মৃত্যু

বাগাতিপাড়ায় সাপের কামড়ে ‘বৃষ্টির’ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ

নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে বৃষ্টি খাতুন নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃষ্টি খাতুন উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং ভিতরভাগ গ্রামের বাবু হোসেনের মেয়ে।

জানা গেছে, ঈদের দিন সোমবার (২৫ মে) দিবাগত রাতে তাদের কাঁচা বাড়িতে বাবা- মায়ের সাথে ঘরে ঘুমিয়ে যায় বৃষ্টি। রাত ১০ টার দিকে তাকে বিষধর সাপ কামড় দেয়। ওই রাতে তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। জামনগর ইউপি চেয়ারম্যান আঃ কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …