রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

বাগাতিপাড়ায় সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় ১ কিলোমিটার ফসলি জমির পথ দৌড়ে এক বছরের সাজা প্রাপ্ত পালাতক আসামী লিটনকে গ্রেফতার করেছ পুলিশ। সোমবার বিকেল উপজেলার ছাতিয়ানতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। লিটন আলী উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নওশাদ আলীর ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার এএসআই আব্দুল আওয়াল জানান, নাটোর আদালত ১ বছরের সাজা প্রদানের আগে থেকেই লিটন আলী দির্ঘদিন পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদ পেয়ে উপজেলার ছাতিয়ানতলা বাজার এলাকায় পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দেয় লিটন । তার পেছন পেছন দৌড়ে ধাওয়া করে পুলিশ। প্রায় এক কিলমিটার ফসলি জমি পাড়ি দিয়ে লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আটকের সত্যতা স্বীকার করে মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …