সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়বাগাতিপাড়া

বাগাতিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়বাগাতিপাড়া

নাটোরের বাগাতিপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেছেন নাটোর ১ আসনের প্রয়াত সংসদ সদস্য ফজলুর রহমান পটলের কণ্যা স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সন ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজার কমিটির  সদস্য এবং বিএনপির মানবাধিকার ও  মিডিয়া সেলের অন্যতম সদস্য এ্যাড. ফারজানা শারমিন পুতুল, মন্ত্রী পুত্র লালপুর উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন। বৃহস্পতিবার বিকালে উপজেলার মালঞ্চি বাজারের রেল গেট সংলগ্ন একটি কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়  করেন তারা।
এই সময় আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপি আহ্বায়ক  মোশাররফ হোসেন, যুগ্ম আহবায়ক নেকবর হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হায়দার আলী, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম প্রমূখ।
সেখানে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন বিএনপি নেতারা।  প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলা ওই মতবিনিময়ে  দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ভূমিকার প্রশংসাও করেন তারা। সেই সঙ্গে তারা প্রত্যাশা করেন, দেশের সুশাসন ফেরাতে সাংবাদিকরা অতীতের মতো সামনের দিনগুলোতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।  
রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে জাতির সামনে সাংবাদিকরা স্বাধীনভাবে সত্যের পক্ষে নির্ভয়ে কাজ করুক এমন প্রত্যাশাও করেন বিএনপির নেতারা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …