সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় সবজি ক্ষেতে কৃষকের মরদেহ!

বাগাতিপাড়ায় সবজি ক্ষেতে কৃষকের মরদেহ!

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় সবজি ক্ষেত থেকে আব্দুস সালাম (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কৃষ্ণপুর মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত আব্দুস সালাম গালিমপুরের কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। আব্দুস সালামের মেয়ে শিরিনা খাতুন জানান, কয়েকদিন থেকে তার বাবা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার দিন ভোর ৫টার দিকে বাড়ি থেকে তারা বাবা বের হয়ে আর ফিরে আসেননি। সকাল সাড়ে ৮টার দিকে কৃষ্ণপুর সবজি মাঠে মুলা ক্ষেতের আইলে আব্দুস সালামের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার নবাগত ওসি আব্দুল মতিন বলেন, মৃত্যুর প্রকৃত কারন জানতে ময়না তদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …