নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী(৭) নামের এক শিশু ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে মালঞ্চি-নাটোর সড়কের কোয়ালিপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ আলী উপজেলার যোগিপাড়া গ্রামের আবু মুছার ছেলে ও যোগিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, খেলার সাথীদের সাথে খেলছিল আলী, খেলতে খেলতে হটাৎ রাস্তায় ওঠার চেষ্টা করে সে। হটাৎ রাস্তায় ওঠাতে নাটোর গামী চার্জার অটো গাড়ির নিচে পড়ে। গাড়ির নিচ থেকে তাকে তুলে স্থানীয়রা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব ও বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …