সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু



নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় শারুফ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিহারকোল-আড়ানী সড়কের চকগোয়াশ দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শারুফ উপজেলার চকগোয়াশ পূর্বপাড়া গ্রামের রাজদুল হোসেনের ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী একডালা বাজারে যাওয়ার পথে অপরদিক থেকে আসা বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শারুফ ও বাইসাইকেল চালক আব্দুল্লাহ্ (১৫) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ্কে ভর্তি ও শারুফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় শারুফ মৃত্যু বরণ করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …