নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় রাইস মিল শ্রমিককে মারধরের মামলায় ইউপি সদস্য নেকবর আলীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শনিবার বিকেলে তাকে আটক করা হয়। নেকবর আলী কাকফো গ্রামের খাদেম আলীর ছেলে এবং বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।
দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাকফো বাজারে স্থানীয় ইমরান খানের রাইস মিলের ড্রাইভারের কাজ করতো ইউসুফ আলী। গত ৬ জুন দুপুরে পাশ্বর্বতী বাজারে কেনা কাটা করতে গেলে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য নেকবর আলী ইউসূফ আলীকে মারধর করে আহত করে। পরে আহতকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসক জানায় ইউসুফের শ্রবন শক্তি নষ্ট হয়েগেছে। এঘটনায় ইউসুফ বাদি হয়ে বাগাতিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করে।
এরপর অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করে শনিবার বিকেলে নেকবর আলীকে আটক করে পুলিশ। এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার এসআই সাজ্জাদুল ইসলাম বলেন, রাইস মিল শ্রমিককে মারধরের মামলায় ইউপি সদস্য নেকবর আলীকে আটক করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।