রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় শিবিরের সভাপতি আটক

বাগাতিপাড়ায় শিবিরের সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইয়াহিয়াকে (২৩) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার তালতলা মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়। ইয়াহিয়া উপজেলার তালতলা ফকিরপাড়া এলাকার সলিমুদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইয়াহিয়া বেশ কিছুদিন থেকে সরকার বিরোধী প্রচারণাসহ নাশকতা ঘটাতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তার আটকের বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া উপজেলার আমির আফজাল হোসেন নিশ্চিত করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে নাশকতার মামলায় আটক করা হয়েছে। কাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …