রবিবার , নভেম্বর ১০ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বাগাতিপাড়ায় শিক্ষার্থীরা পেলো বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই

বাগাতিপাড়ায় শিক্ষার্থীরা পেলো বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার লোকমানপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে “সোনামণিদের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান” নামক বইটি বিতরণ করা হয়। বইটির লেখক ও চলচিত্র পরিচালক রফিকুল ইসলাম বুলবুল উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বই তুলে দেন।

জানা যায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন গবেষণা প্রকল্পের আওতায় রচিত, “সোনামণিদের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান” বইটির লেখক বইটির লেখক ও চলচিত্র পরিচালক রফিকুল ইসলাম বুলবুল এর নিজ উদ্দোগে উপজেলার লোকমানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং লোকমানপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কিছু সংক্ষক বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লোকমানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ন কবির, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসলাম উদ্দিন, লোকমানপুর আদর্শ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমূখ।

আরও দেখুন

নাটোরে বাংলাদেশ এপেক্স ক্লাব জেলা-৯ এর ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,, নাটোর এপেক্স ক্লাবের আয়োজনে বাংলাদেশ এপেক্স জেলা-৯ এর ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত …