রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় শিক্ষক দিবস পালিত

বাগাতিপাড়ায় শিক্ষক দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু, এই প্রতিপাদ্যে সমগ্রদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাগাতিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান, তমালতলা কৃষি ও কারিগরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব প্রমুখ।

সভা শেষে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-৩ জন, শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক-১ জন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান-৪ জন ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে-৪টি করে মোট ১৩ টি ক্রেস্ট বিতরণ করা হয়।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …