নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া পৌরসভার রাস্তার মাঝে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে রাস্তার সংস্কার কাজ।এতে যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। যে কোন মুহূর্তেই ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা।
রাস্তাটি পৌরসভার ৪ নং ওয়ার্ড পেড়াবাড়িয়া মহল্লার হয়ে ২ নং ওয়ার্ড মুরাদপুর এলাকার সঙ্গে যুক্ত হয়েছে।রাস্তাটি দিয়ে প্রতিদিনই রিক্সা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করে। বৈদ্যুতিক খুঁটিটি রাস্তার মাঝখানে হওয়ায় যে কোন সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনার। বৈদ্যুতিক খুঁটিটি রাস্তার মাঝ হতে দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর ।
জানাযায়, গুরুত্বপূর্ণ নগর আবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ আওত্তায় ২০২২-২৩ অর্থ বছরে বাগাতিপাড়া পৌরসভার বাস্তবায়নে ৪৬ লাখ ৮৩ হাজার ৩৬৩ টাকা চুক্তিমূল্যে কাজটি বাস্তবায়ন করছেন বাগাতিপাড়া পৌরসভার ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী কামরুজ্জামান কোমর। তিনি জানান বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে কোন সম্পৃক্ততা নেই।
পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মুস্তাফিজুর রহমান মিঠু বলেন, রাস্তাটির বৈদ্যুতিক খুঁটি বিষয়ে বিভিন্ন জায়গায় আবেদন করেও কাজ হয়নি। খুঁটির কারণে বড় কোনো মালবাহি গাড়ি রাস্তায় ঢুকতে পারে না। তাঁদের আখের গাড়ী বিকল্প রাস্তা দিয়ে বেশি খরচ বহন করে আনা নেওয়া করতে হয়। মাঠের অন্যান্য ফসল এই বৈদ্যুতিক খুঁটির কারণে রাস্তা দিয়ে আনা নেওয়া করা যায়। দ্রুত বৈদ্যুতিক খুঁটিটি অপসারণের দাবি জানান তিনি।
পৌরসভার মুরাদপুর মহল্লার আতাউর রহমান (৪৬) জানান, এটিই তাদের যাতায়াতের প্রধান রাস্তা। রাতের আঁধারে যাতায়াতের সময় বেদ্যুতিক খুঁটির কারণে তাদের অনেক সমস্যা হয়। এবং মাঝে মধ্যে ঐ স্থানে দুর্ঘটনাও ঘটতে দেখেছেন তিনি। খুঁটিটি যেন আপসারণ হয় তার জোর দাবি জানান তিনি।
বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সাব- জোনাল অফিসের এ জি এম মঞ্জুর রহমান বলেন, এ ব্যাপারে কর্তৃপক্ষ স্থানান্তরের ফি পরিশোধ করলেই খুঁটিটি সরানো হবে। কারণ ঠিকাদারের কাজের মধ্যেই বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরের প্রয়োজনীয় খরচ যোগকরা আছে।
এ বিষয়ে বাগাতিপাড়া পৌরসভার মেয়র এ,কে,এম শরিফুল ইসলাম লেলিন জানান, খুঁটিটি সরানোর জন্য দ্রুতই ফি পরিশোধ করা হবে। আর খুঁটিটি স্থানান্তরের খরচ ঠিকাদারের কাজের মধ্যে যোগ করা নেই। কারণ কাজটি অনুমোদনের আগে খুঁটিটি স্থানান্তরের জন্য এলাকাবাসি ঐ খরচ বহন করবে বলে জানিয়েছিলেন। এখন যেহেতু এলাকাবাসি করছে না তাই তিনি এলাকার উন্নয়নে জনস্বার্থে সামনে পৌরসভার মিটিং এ বিষয়ে আলোচনা করে বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরের সিদ্ধান্ত নিবেন।