রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় রাতের আঁধারে বাড়িতে ঢুকে গৃহকর্তাকে জখম করলো দূর্বৃত্তরা

বাগাতিপাড়ায় রাতের আঁধারে বাড়িতে ঢুকে গৃহকর্তাকে জখম করলো দূর্বৃত্তরা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় রাতের আঁধারে বাড়িতে ঢুকে গৃহকর্তাকে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনগত রাতে  উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহকর্তার নাম মফেজ উদ্দিন (৬০)। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ছেলে চাকুরির সুবাদে ঢাকায় থাকায় ওই বাড়িতে মফেজ উদ্দিন ও তার স্ত্রী রেজিয়া বেগম (৫৫) শুধু থাকেন।  ঘটনার রাতে মফেজ ও তার স্ত্রী এক ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে মফেজ ঘর থেকে বের হয়ে বাহিরের বৈদ্যুতিক লাইট জালিয়ে বাড়ির ভেতরে থাকা  টয়লেটে যান। টয়লেটের কাজ শেষে বাহির হতেই বাহিরের লাইট বন্ধ হয়ে যায়।

তিনি মনে করেন বিদ্যুৎ চলে গেছে। তারপর আকস্মিকভঅবে রান্না ঘরের মধ্যে থেকে বের হয়ে ২-৩ জন তাকে মেরে জখম করে। কিছুক্ষণ পরে তার স্ত্রী বাহিরের শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে লাইট জালালে তারা পালিয়ে যায়। তারপর তদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মফেজকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরিবারের ধারণা জমি সংক্রান্ত বিবাদের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

এছাড়া তাদের ঘর থেকে লক্ষাধিক নগদ অর্থ দূর্বৃত্তরা নিয়ে গেছে বলেও ওই পরিবার দাবি করে।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …