শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় রাতের আঁধারে ২০০ টি আমের চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা 

বাগাতিপাড়ায় রাতের আঁধারে ২০০ টি আমের চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা 

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়াঃ

নাটোরের বাগাতিপাড়ায় রাতের আঁধারে এক কৃষকের ২০০ টি আমের চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩ লাখ টাকা।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের চকগুয়াস এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ইউনোস আলী ওই এলাকার মৃত শাহাদত আলীর ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক ইউনোস আলী জানান,  গত বছর ঢাকা বানিজ্য মেলা থেকে নতুন জাতের কাটিমন ও থাইল্যাণ্ডের ন্যামডকমাই  নামের নতুন জাতের এ গাছগুলো  সংগ্রহ করেছিলেন। ৩৪ শতাং জমিতে সাথি ফসল পেঁয়াজ রাসুন ও আলুর পাশাপাশি এ চারা আম গাছগুলোর নিয়মিত পরিচর্যা করছিলেন তিনি। তিনি আরও বলেন ২০১৮ সালে তাঁর ২ বিঘা বেদনা লিচুর গাছ ও ২০১৯ সালে ২ বিঘা খিরসাপাত আমের বাগান এই একই ভাবে ক্ষতিগ্রস্থ করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে  বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষথেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …