বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় যমজ সেই তিন শিশুর একজনের মৃত্যু

বাগাতিপাড়ায় যমজ সেই তিন শিশুর একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে জন্ম নেয়া যমজ সেই তিন শিশুর একজন মারা গেছে। সোমবার বিকালে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এদিকে হাসপাতালে ভর্তি অপর দু’জনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে পরিবার সূত্রে জানা গেছে।

শিশুর বাবা হেলাল উদ্দিন জানান, একসঙ্গে জন্ম নেয়া তাঁর তিন ছেলে শিশুর নাম রাখা হয় সাফি, রাফি ও কাফি। রোববার হঠাৎ মেঝো রাফি অসুস্থ হলে তিন শিশুকেই নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে রাফি সোমবার বিকাল সোয়া তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার নিজ গ্রাম কোয়ালীপাড়ায় শিশুটির মরদেহ দাফন করা হয়েছে।

এদিকে ওই তিন শিশুর মধ্যে বড় সাফি জন্ডিজ রোগে আক্রান্ত শনাক্ত হওয়ায় চিকিৎসা চলছে। তবে শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে ছোট কাফি সুস্থ রয়েছে। তবে তাকে হাসপাতালে ভর্তি রেখে শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে বলে শিশুর বাবা জানান।

এদিকে তিন মেয়ের পর গত ৫ সেপ্টেম্বর একসঙ্গে যমজ তিন পুত্র সন্তানের জন্ম হয় হেলাল-জলি দম্পতির ঘরে। স্থানীয় দয়ারামপুরের মজুমদার ক্লিনিকে সিজার ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিনপুত্রের জন্ম দেন জলি বেগম। তার স্বামী হেলাল উদ্দিন স্থানীয় একটি কারিগরি কলেজের ল্যাব সহকারী পদে চাকরি করেন। ২০০১ সালে তাদের বিয়ে হয়। এরপর তিন কন্যা সন্তানের জন্ম হয়। তবে সেগুলো যমজ ছিল না। একটা ছেলে সন্তান না হওয়ায় মনের ভেতরে কষ্ট অনুভব করতেন। এরপর হঠাৎই তার স্ত্রী গর্ভধারণ করেন। অবশেষে ৫ সেপ্টেম্বর এক সাথে তিন যমজ পুত্র সন্তানের জন্ম হয়। হেলাল-দম্পতির বাড়ি বাগাতিপাড়া উপজেলার কোয়ালীপাড়া গ্রামে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …