নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (০৭ মার্চ) সকালে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন আয়োজনে ‘ঐতিহাসিক ৭ মার্চ-২০২৩’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় সেখানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ,মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা আ’লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়,প্রমুখ।
আলোচনা শেষে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,৭ই মার্চ এর ভাষন পরিবেশন ও সাংস্কৃতিক আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।