নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে পুড়লো একটি ব্রয়লার মুরগির ফার্ম। বুধবার (১৯ মে) দুপুর একটার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগবিন্দপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্রয়লার ফার্ম মালিক ওই গ্রামের সোহরাব আলীর ছেলে রেজাউল করিম।
স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে এই অগ্নিকান্ড প্রথমে ফার্মের পাশের এক বাড়ির মেয়ে দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। তার এই চিৎকার শুনে আশেপাশের মানুষরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। কিন্তু তার আগেই প্রায় ২৫০ টি মুরগি ও ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিবুর রহমান এ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে দয়ারামপুর ইউনিয়নের হাটগবিন্দপুর একটি ব্রয়লার মুরগির ফার্মে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়েছেন। আর বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …