নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
“শিশুর প্রথম শিক্ষক তার মা” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ওই সমাবেশে শতাধিক শিক্ষার্থীর মায়েরা অংশ নেন। পাঠদান, নৈতিক শিক্ষা, বাল্যবিয়ের পাশাপাশি বিভিন্ন দিক নিয়ে সমাবেশে আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লূৎফর রহমান, আওয়ামীলীগ নেতা মাহাতাব উদ্দিন মাস্টার, তাঁতীলীগ নেতা শামসুজ্জোহা মহন প্রমুখ।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …