বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় মাস্ক না পরায় অর্থদন্ড

বাগাতিপাড়ায় মাস্ক না পরায় অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় করোনা (কোভিড-১৯) ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশিত মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে মালঞ্চি বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমাণ আদালত এ অর্থ দন্ডাদেশ দেন। 

সহকারী কমিশনার ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, দেশে চলমান করোনা সংক্রমনরোধে উপজেলার বিভিন্ন হাট বাজার ও জনসমাগম স্থানে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব অভিযানে সামাজিক দূরত্ব বজায় রাখা ও যথা নিয়মে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এরই অংশ হিসেবে মালঞ্চি বাজারে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে  ৪ ব্যক্তিকে ৩ শত টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম অনন্যা বলেন, করোনা সংক্রমনরোধে জনসাধারণের স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আরও দেখুন

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার …