সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় মাস্ক না পরায় ৯ জনকে অর্থদন্ড

বাগাতিপাড়ায় মাস্ক না পরায় ৯ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় করোনা (কোভিড-১৯) ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশিত মাস্ক ব্যবহার না করায় ৯ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে মালঞ্চি বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও প্রিয়াংকা দেবী পালের ভ্রাম্যমাণ আদালত এ অর্থ দন্ডাদেশ দেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, দেশে চলমান করোনা সংক্রমনরোধে উপজেলার বিভিন্ন হাট বাজার ও জনসমাগম স্থানে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব অভিযানে সামাজিক দূরত্ব বজায় রাখা ও যথা নিয়মে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এর অংশ হিসেবে মালঞ্চি বাজারে বুধবার বিকালে ভ্রাম্যমান আদালত এক অভিযান পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে ৯ ব্যক্তিকে মোট ৮শ’ ৭০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বলেন, করোনা সংক্রমণ রোধে জনসাধারণের স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আরও দেখুন

নাটোরে মাদ্রাসা থেকে শিক্ষার্থী মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মাদ্রাসার একটি কক্ষ থেকে মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …