নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় মাদকসহ দুজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার মাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সোনাপাতিল মহল্লার মৃত আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম তুফান (৪২) এবং আব্দুল মতিনের ছেলে মেহেদী হাসান রওশন (২২)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে মাড়িয়া এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। এসময় আটক দু’জনের দেহ তল্লাশি করে প্রত্যেকের দেহে ৫০ গ্রাম করে গাঁজা উদ্ধার করে পুলিশ। এব্যপারে ওসি নাজমুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে এবং রোববার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …