নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় সন্দেহজনক চলাফেরা করায় এবং মাদক সেবন ও রাখার দায়ে মোট চারজনকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাতে তাদের আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা করায় রোববার রাতে ভোলার মোড় এলাকা থেকে চকমাহাপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ইসমাইল হোসেন(৫৫), জামনগর বাক্কার মোড় এলাকা থেকে জামনগর মোল্লাপাড়া গ্রামের মৃত নৈমুদ্দিন মোল্লার এর ছেলে শুকচাঁদ আলী(৩৫) কে আটক করা হয়।
অপর দিকে মাদক সেবনের দায়ে উপজেলার জামনগর তেলিপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সুমন আলী(১৮) এবং একই এলাকার শ্রী গৌরাঙ্গ দাস এর ছেলে শ্রী গোলক কুমার দাসকে ছয় পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ তাদের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …