রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাগাতিপাড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলী অর্পণ করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার  মোহাইমেনা শারমীন, মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান প্রমূখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ ও তাদের সহযোগী সংগঠন এবং বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পাঞ্জলী অর্পণ করেন।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে বুধবার সকালে প্রভাত ফেরিসহ দিনব্যাপী একুশের চেতনায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …